নতুন পেনশন প্রকল্প রেল কর্মচারীদের বিক্ষোভ

১ এপ্রিল সারা দেশ জুড়ে রেলওয়ে এমপ্লয়িজ ফোরাম এগেইনস্ট প্রাইভেটাইজেশন অ্যান্ড ফর ওপিএস-এর ডাকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কর্মচারী বিরোধী নতুন পেনশন স্কিম ও ইউনিফাইড পেনশন স্কিমের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করা হয়। পশ্চিমবঙ্গের গার্ডেনরিচ, শিয়ালদহ, বি আর সিং হাসপাতাল, চিত্তরঞ্জন লোকোমোটিভ, কাঁচরাপাড়া, আসানসোল, সাঁতরাগাছি, আন্দুল, খড়গপুর সহ দেশের বিভিন্ন স্থানে রেল কর্মচারীরা প্রতিবাদ ব্যাজ পরিধান, কারখানা ও অফিস গেটে প্রতিবাদ সভা পালন করেন। ফোরামের সর্বভারতীয় আহ্বায়ক নিরঞ্জন মহাপাত্র বলেন যে ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পুরনো নিশ্চিত পেনশনের পরিবর্তে নতুন পেনশন প্রকল্প চালু করে। এতে পিএফের সুবিধা সহ বহু সুবিধা তুলে দেওয়া হয়। পেনশন ফান্ডের শতকরা চল্লিশ ভাগ বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়, যার লভ্যাংশ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের নামে সামান্য কিছু টাকা দেওয়া হবে।

এর বিরুদ্ধে দেশ জুড়ে শ্রমিক-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ গড়ে ওঠে। আন্দোলন গড়ে উঠতে থাকে। তাকে সামাল দেওয়ার জন্য বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টায় এই ইউনিফায়েড পেনশন স্কিম ১ এপ্রিল থেকে চালু করতে চলেছে। বেদনার হলেও একথা সত্য কিছু প্রতিষ্ঠিত ইউনিয়নের সর্বভারতীয় নেতা এই বিভ্রান্তি সৃষ্টিকারী ইউনিফায়েড পেনশন স্কিমের জয়গান গাইছেন।

ফোরামের পক্ষ থেকে দলমত ও ইউনিয়ন নির্বিশেষে সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের কাছে ১ এপ্রিল প্রতিবাদ দিবস পালনের অনুরোধ করা হয়। গত একমাস ধরে রেলের সমস্ত অফিস, কারখানা, স্টেশনে ফোরামের বক্তব্য প্রচার করা হয়। সর্বত্রই রেল কর্মচারীরা সরকারের এই শ্রমিক-কর্মচারী বিরোধী নীতির তীব্র নিন্দা করেছেন। তাঁরা সবাই পুরানো নিশ্চিত পেনশন নীতি ফিরিয়ে আনার দাবি তুলেছেন।

এরই সঙ্গে বর্তমান বিজেপি সরকার পেনশন প্রকল্পে আর একটি যে নতুন নীতি প্রণয়ন করেছে যার পরিণামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পরবর্তী কোনও পে কমিশনের কোনো সুযোগ সুবিধা পাবেন না, তারও তীব্র বিরোধিতা করেছে ফোরাম।