মাত্র কয়েক বছর আগে কোচবিহার জেলার তুফানগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জ প্রভৃতি মহকুমা রেল পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছে৷ কিন্তু রেল লাইন স্থাপিত হলেও ট্রেনের সংখ্যা খুবই কম৷ আসামের নিউ বঙ্গাইগাঁও থেকে একটি ডি এম ইউ ট্রেন তুফানগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছাত৷ বর্তমানে ট্রেনটির রুট পাল্টে দেওয়ায় প্রায় তিনঘন্টা বেশি সময়ে লাগছে৷
ট্রেনটি পুরনো রুটেই চালাবার দাবি তুলেছে এস ইউ সি আই (সি)৷ অবিলম্বে আরও নতুন লোকাল ট্রেন চালু, গৌহাটি–শিয়ালদহ ভায়া তুফানগঞ্জ এবং গৌহাটি–হাওড়া ভায়া তুফানগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে এবং স্টেশনে পরিশ্রুত পানীয় জল, পরিচ্ছন্ন শৌচাগার এবং অসংরক্ষিত–সংরক্ষি টিকিট কাউন্টার প্রতিদিন খোলা রাখার দাবিতে ১৫ জানুয়ারি এস ইউ সি আই (সি) তুফানগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে স্টেশন সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি দেওয়া হয়৷ নেতৃত্ব দেন আঞ্চলিক সম্পাদক কমরেড সান্ত্বনা দত্ত, প্রাক্তন সাংসদ ও বিধায়ক কমরেড দেবেন্দ্রনাথ বর্মন, কমরেডস আব্দুস সালাম, রবিয়া সরকার প্রমুখ৷