Breaking News

ধারাবাহিক আন্দোলনে জয় ছিনিয়ে এনেছে কর্মবন্ধু সংগঠন

রাজ্য সরকারের বিভিন্ন অফিসে প্রায় কুড়ি হাজার ওয়াটার ক্যারিয়ার ও সুইপার (কর্মবন্ধু) কর্মরত আছেন। তাঁরা বহু বঞ্চনার শিকার। পেনশন, পি এফ তো দূরের কথা, উপযুক্ত বেতনও পান না।

এঁদের ব্যথা বেদনার পাশে দাঁড়ায় সংগ্রামী শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। তৈরি হয় সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার (কর্মবন্ধু) কর্মচারী সমন্বয় সমিতি। ধারাবাহিক আন্দোলনের ফলে সময়ে সময়ে বেতন বৃদ্ধি হয়েছে। তা সত্তে্বও সব দপ্তরে বেতনও দেয় না। একমাত্র ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আন্দোলনের ধারাবাহিক চাপে অর্থ দপ্তর বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিতে বাধ্য হয় এবং তার পরে অর্থ দপ্তরের আদেশে প্রত্যেক কর্মবন্ধুর বেতন ৩০০০ টাকা থেকে বেড়ে ৫০০০ টাকা হয়েছে। এ ছাড়াও ইতিপূর্বে বেশিরভাগ জেলায় ভূমিসংস্কার দপ্তরের কর্মীদের ১৯৯৯ সাল থেকে লক্ষাধিক টাকা বকেয়া ও ৩০০০ টাকা বোনাস দিতে বাধ্য হয়েছে। এগুলি আন্দোলনের উল্লেখযোগ্য জয়।

শূন্যপদে কর্মী নিয়োগের আদেশ কার্যকর করার দাবিতে ১৬ মার্চ কলকাতার ভারত সভা হলে এই সংগঠনের রাজ্য সম্মেলন হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সমরেন্দ্র নাথ মাঝি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমল জানা। বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক রাধারমণ দত্ত এবং এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনিন্দ্য রায়চৌধুরী। সম্মেলনে নিখিল বেরাকে সভাপতি, প্রভাত পণ্ডিতকে সম্পাদক এবং সুনির্মল দাসকে কোষাধ্যক্ষ করে নতুন রাজ্য কমিটি গঠিত হয়।