Breaking News

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীকে রেহাই দিল বিজেপি সরকার

প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিন্ময়ানন্দ৷ ১৯৯৯ সালে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি৷ ২০১১ সালে চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণের মামলা দায়ের করেন তাঁর আশ্রমের আবাসিক এক তরুণী৷

সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য ৬ মার্চ রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে৷ সেই মতো ৯ মার্চ শাহজাহানপুর প্রশাসন তদন্তকারী অফিসারকে লিখিতভাবে মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে (সূত্র : আনন্দবাজার পত্রিকা, ১২.৪.২০১৮)৷

২০১১ সালের ধর্ষণের মামলা৷ ২০১৮ সালেও তার বিচার শুরু হল না৷ বেটি বাঁচাও স্লোগান দেন যে প্রধানমন্ত্রী, তাঁর দলের মন্ত্রী ধর্ষণে অভিযুক্ত৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার অভিযুক্তকে বাঁচাতে অতিমাত্রায় তৎপর৷ এহেন শাসনে কে বাঁচবে– ধর্ষিতা–নির্যাতিতা নাকি ধর্ষকরা?

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)