১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে ২৮ ও ২৯ মার্চ দেশজোড়া ধর্মঘটের সমর্থনে গোয়ালিয়রে ‘মধ্যপ্রদেশ বিজলি উপভোক্তা অ্যাসোসিয়েশন’-এর আহ্বানে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
ইন্দরগঞ্জ চৌরাহে সমবেত হয়ে বিশাল এই মিছিল বিদ্যুৎ দপ্তর পর্যন্ত যায় এবং সেখানে বিক্ষোভ দেখানো হয়। জনবিরোধী বিদ্যুৎ বিলের প্রতিলিপি পোড়ানো হয়। গ্রাহক সংগঠন ছাড়াও বিদ্যুৎ ফেডারেশন, বিদ্যুৎ পেনশনার্স অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে উপভোক্তা অ্যাসোসিয়েশনের রাজ্যনেত্রী রচনা আগরওয়াল বিদ্যুৎ আইন ২০০৩ ও বিদ্যুৎ আইন সংশোধনী ২০২১-এর তীব্র নিন্দা করে বলেন, কেন্দ্রীয় সরকার এর মাধ্যমে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণের রাস্তা পরিষ্কার করছে। কর্মসূচিটি পরিচালনা করেন উপভোক্তা অ্যাসোসিয়েশনের জেলা সংযোজক রূপেশ জৈন।