Breaking News

দ্বিশত জন্মবর্ষে মহান মার্কস স্মরণে

জন্ম : ৫ মে ১৮১৮, মৃত্যু : ১৪ মার্চ ১৮৮৩

 

‘‘…যে পরিমাণে এক ব্যক্তির উপর অন্য ব্যক্তির শোষণ শেষ করা হবে, সেই অনুপাতে এক জাতির উপর অপর জাতির শোষণও শেষ হবে৷ যে পরিমাণে জাতির ভিতরকার শ্রেণিবিরোধ শেষ করা হবে, সেই অনুপাতে এক জাতির প্রতি অন্য জাতির শত্রুতাও শেষ হয়ে যাবে৷…’’

‘‘সমাজের উৎপন্ন জিনিসে ভোগ–দখলের ক্ষমতা থেকে কমিউনিজম কাউকে বঞ্চিত করে না  ভোগ–দখলের সাহায্যে অপরের শ্রম করায়ত্ত করার ক্ষমতা থেকেই শুধু কমিউনিজম তাকে বঞ্চিত করতে চায়৷’’

(কমিউনিস্ট পার্টির ইস্তাহার, ১৮৪৮)

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)