‘‘সব থেকে ক্ষতিকর হল অন্ধবিশ্বাস৷ এ জিনিস মস্তিষ্ক্কে নিষ্ক্রিয় করে দেয় এবং মানুষকে করে বিপথগামী৷… সমস্ত সনাতন ধ্যানধারণাকেই চ্যালেঞ্জ করতে হবে৷ যুক্তিতর্কের শাণিত আক্রমণের মুখে যদি দাঁড়াতে না পারে তবে তাকে ছুড়ে ফেলে দিতে হবে৷’’
(কেন আমি নাস্তিক)
২৩ মার্চ শহিদ–ই–আজম ভগৎ সিং এবং শহিদ শুকদেব ও রাজগুরুর ৮৮তম আত্মবলিদান দিবস সারা দেশ জুড়ে পালন করল ডিএসও–ডিওয়াইও–এমএসএস৷ এই উপলক্ষে দেশের প্রতিটি রাজ্যের রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের রাস্তা, এমনকী গ্রাম– গঞ্জেও অসংখ্য স্মরণ অনুষ্ঠান হয়৷ পুদুচরিতে শহিদ ভগৎ সিং স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ৷ পশ্চিমবঙ্গে ছাত্র–যুব কর্মীরা ভগৎ সিংয়ের উদ্ধৃতি সংবলিত প্রতিকৃতি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন৷ এই মহান শহিদের জীবন ও চিন্তা নিয়ে আলোচনা সভা৷ তাঁর লেখা থেকে পাঠ, ফিল্ম শো ইত্যাদি অনুষ্ঠান হয়৷ আজ দেশজুড়ে যে সাম্প্রদায়িক বিভেদের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে এবং শোষণ মুক্তির লক্ষ্যে ছাত্র সমাজের কাছে ভগৎ সিংয়ের জীবন ও চিন্তার চর্চা পৌঁছে দেওয়ার জন্য সংগঠনগুলি আহ্বান জানায়৷ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, গুরুদ্বার প্রভৃতি সংস্থাও শহিদদের শ্রদ্ধা জানান৷ লক্ষ্যনীয় যে, এই উদ্যোগে বহু মানুষ সাড়া দিয়েছেন৷