বেতন চুক্তির দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) ৩০–৩১ মে সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে৷ এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম৷ সংগঠনের রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর দাস জানান, তাঁদের দাবি অ্যাডহক ভিত্তিতে নয়, বেতন নির্ধারণ করতে হবে ১৯৫৭ সালে অনুষ্ঠিত ১৫তম ইন্ডিয়ান লেবার কনফারেন্সের সুপারিশের ভিত্তিতে৷ সেই সুপারিশে তিন ধরনের বেতনের কথা বলা হয়েছিল৷
অসংগঠিত শ্রমিকের জন্য নিডবেসড মিনিমাম ওয়েজ, সরকারি কর্মচারী ও পাবলিক সেক্টর ইউনিটের কর্মীদের জন্য ফেয়ার ওয়েজ এবং সকলের জন্য বাঁচার মতো মজুরি৷ কিন্তু এআইবিইএ এবং ইউএফবিইউ–এর মতো বড় সংগঠনগুলির নেতাদের সঙ্গে বোঝাপড়া করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বেতন ঠিক করার ক্ষেত্রে অ্যাডহক প্রথা চালু করেছে যা কর্মচারীদের স্বার্থ বিরোধী৷ এ ক্ষেত্রে কত বাড়ানো উচিত তা যথাযথভাবে বিচার না করে যা হোক একটু কিছু বাড়িয়ে দিচ্ছে৷ এর ফলে ব্যাঙ্ক কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেক কম বেতন পাচ্ছেন৷
ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে ইউনিটি ফোরাম দাবি জানিয়েছে, তৃতীয় শ্রেণির কর্মীদের জন্য ফেয়ার ওয়েজ ৩৯,৬০০ টাকা এবং চতুর্থ শ্রেণির জন্য ফেয়ার ওয়েজ ৩৪, ৩৫০ টাকা করতে হবে৷ ফোরামের আরও দাবি ঠিকা নিয়োগ, আউট সোর্সিং, কর্মী সংকোচন নীতি বাতিল করতে হবে৷
(৭০ বর্ষ ৪০ সংখ্যা ২৫ মে, ২০১৮)