Breaking News

তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ দেশ জুড়ে বিক্ষোভ এস ইউ সি আই (সি)’র

বাঙ্গালোর

কেন্দ্রীয় বিজেপি সরকার এক মাসে দু’বার রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বাড়িয়েছে। এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি)। ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রধানমন্ত্রীর কুশপুতুলে আগুন দিয়ে ও সভা করে বিক্ষোভ দেখানো হয়। কলকাতায় রাজভবনের গেটে কেন্দ্রের বিজেপি সরকারের এই দামবৃদ্ধির নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি)।

 

রাজভবন, কলকাতা
গুয়াহাটি
মেদিনীপুর শহর

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৪ সংখ্যা_২৫ ডিসেম্বর, ২০২০)