Breaking News

দূষিত পানীয় জল সরবরাহ অবরোধ শিলিগুড়িতে

তিস্তা ক্যানেলের জল সরবরাহ বন্ধ থাকায় মহানন্দা নদীর জল সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি কর্পোরেশনে। পরিস্রুত পানীয় জলের বিওডি (বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড) যেখানে শূন্য হওয়ার কথা, সেখানে সেই জলে প্রায় ২.৭। যার অর্থ ওই জল প্রচুর পরিমাণে ব্যাক্টেরিয়া অন্যান্য জীবাণু আছে। সেই জল পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

কর্পোরেশন কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীনতা ও চরম উদাসীনতার বিরুদ্ধে ৩০ মে পুরসভায় ডেপুটেশন দেয় এস ইউ সি আই (সি) শিলিগুড়ি লোকাল কমিটি। কর্তৃপক্ষ স্মারকলিপি নিতে অস্বীকার করেন। প্রতিবাদে পুরসভায় বিক্ষোভ দেখানো হয় এবং কোর্ট মোড় অবরোধ করা হয়।