সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকারি আয় বাড়ানের নামে মদের ই-রিটেল পোর্টালের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এআইডিওয়াইও ৮ ফেব্রুয়ারি আবগারি দপ্তরে বিক্ষোভ দেখায়। তাঁরা আবগারি দপ্তর ডেপুটেশনে গেলে কোনও সদুত্তর না পেয়ে কর্মীরা পথ অবরোধ করেন। পুলিশ এআইডিওয়াইও রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী, রাজ্য সম্পাদক মলয় পাল সহ ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
ইতিমধ্যে রাজ্য সরকার ফরেন লিকারের উপর থেকে প্রায় ২০-২৫ শতাংশ ট্যাক্স কমিয়েছে। এরপরও রাজ্য সরকার মদ ব্যবসাকে লাভজনক করতে কলকাতা, মুম্বাই, চেন্নাই ও বাঙ্গালোরের চারটি সংস্থার সাথে চুক্তি করেছে। ‘দুয়ারে মদ’ পৌঁছানোর প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, ‘রাজ্যে যখন তীব্র বেকার সমস্যা তখন রাজ্য সরকারের এমন ধ্বংসাত্মক সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। আসলে পরিবর্তনের কথা বলে আসলে তৃণমূল কংগ্রেস সরকার জনজীবনের সমস্ত ক্ষেত্রে তীব্র আক্রমণ নামিয়ে আনছে। সুস্থ ও সুন্দর নাগরিক জীবন দিতে ব্যর্থ এই রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণকে আন্দোলনে সামিল হওয়ার জন্য এলাকায় এলাকায় গণকমিটি গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’ এদিন সন্ধ্যার পর বিক্ষোভকারীরা শর্তসাপেক্ষে ছাড়া পেলেও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। এদিনের ঘটনার প্রতিবাদে এআইডিওয়াইও ৯-১৫ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস পালনের ডাক দেয়। বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এআইডিওয়াইও-র পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হয়। কলকাতায় বেঙ্গলচেম্বার অফ কমার্স-এর সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মলয় পাল এবং সভাপতি অঞ্জন মুখার্জি।