Breaking News

দুয়ারে মদ প্রকল্প বাতিল সহ বারো দফা দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

হাওড়া

ই-পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে, হাসপাতালে জীবনদায়ী ওষুধ কমানোর বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, বীরভূম সহ নানা জেলায়। এসইউসিআই(সি) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে তমলুকের মানিকতলা মোড়ে অবস্থান বিক্ষোভ এবং মহকুমা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। কাঁথি, এগরা ও নন্দীগ্রামে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

১২ দফা দাবিতে এই কর্মসূচি নিয়ে মানিকতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব মাইতি, প্রদীপ দাস, কাঁথিতে জীবন দাস, এগরায় মধুসূদন বেরা প্রমুখ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ, দুয়ারে মদ প্রকল্প বাতিল, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, পিপিপি মডেল বাতিল প্রভৃতি দাবিতে ও কেন্দ্র-রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দলের নেতৃত্বে কলকাতায় ২২ মার্চের মিছিল সফল করার আহ্বান জানানো হয়।

সিউড়ি, বীরভূম
চেতলা, কলকাতা

গণদাবী ৭৪ বর্ষ ২৯ সংখ্যা  ৪ মার্চ ২০২২