সারা বাংলা পরিচারিকা সমিতি তমলুক শাখার পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি মানিকতলায় রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে মদের জন্য ‘ই-রিটেল পোর্টাল’ চালু করার বিরুদ্ধে মিছিল হয়। পরিচারিকারা বলেন, রাজস্ব আদায়ের নামে এ ভাবে মদ বিক্রি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের যে ঝড় উঠেছে তাঁরাও তাতে সামিল। তাঁরা বলেন, দুয়ারে মদ প্রকল্প হলে ঘরে ঘরে অশান্তি বাড়বে, নারী নির্যাতন বাড়বে, সংস্কৃতির আরও অবক্ষয় ঘটবে। মদ প্রকল্প বন্ধ করে মানুষকে শিক্ষা, কাজ দেওয়া হোক।