দক্ষিণ ২৪ পরগণার জয়নগর–মজিলপুর পৌর এলাকায় তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় জয়নগর পেট্রল পাম্পের সামনে বোমা–গুলির আক্রমণে ৩ জন নিহত হয়৷ এর প্রতিবাদে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিদের আহ্বানে ২৪ ডিসেম্বর জয়নগরের রূপ ও অরূপ মঞ্চে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ নাগরিকদের উপচে পড়া ভীড়ের এই কনভেনশনে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক ভূতনাথ মুখার্জী৷ বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক ডঃ তরুণকান্তি নস্কর, পৌরপ্রধান সুজিত সরখেল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাসিম আহমেদপ্রমুখ৷ উক্ত খুনের ঘটনা সহ সাম্প্রতিক অতীতের একাধিক খুনের ঘটনা, যুবতী পরিচারিকাকে ধর্ষণ, মহিলার মুখে অ্যাসিড ছোঁড়া, মদ–গাঁজা–জুয়া–সাট্টার ক্রমবৃদ্ধির ঘটনা যে জয়নগরের ঐতিহ্যের পরিপন্থী, তার উল্লেখ করে তরুণবাবু আদর্শভিত্তিক রাজনীতি চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন৷ কনভেনশন থেকে একটি নাগরিক কমিটি গঠিত হয়৷ কমিটি নানা কর্মসূচি গ্রহণ করে৷