২৪ মে ভর সন্ধ্যাবেলায় উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জনবহুল আনন্দপুরী অঞ্চলে সোনার দোকানে ডাকাতি ও ডাকাতদের ছোঁড়া গুলিতে একজনের মৃত্যু হয়৷ ২৬ মে, এস ইড সি আই (কমিডনিস্ট)–এর ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল টিটাগড় থানার ওসির কাছে দাবি জানায়, এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড প্রদীপ চৌধুরী, উপস্থিত ছিলেন জেলার বর্ষীয়ান ট্রেড ইডনিয়ন নেতা কমরেড অমল সেন৷ দলীয় রঙ না দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি তোলে প্রতিনিধি দল৷ তাঁরা বলেন, ওই এলাকায় আইন–শৃঙ্খলার ক্রমাগত অবনতি ঘটছে৷
একের পর এক খুন–ডাকাতির ঘটনা তো আছেই, সমাজবিরোধীদের অবাধ গতিবিধি চলছে৷ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ডপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়৷