Breaking News

দুর্গাপুরে মানবাধিকার বিষয়ক কর্মশালা

নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির দুর্গাপুর শাখা এবং সিপিডিআরএস–এর উদ্যোগে ১৯ মে মানবাধিকার ও আইন–কানুন বিষয়ক একটি কর্মশালা আয়োজিত হয়৷ দুর্গাপুরের পিয়ারলেস ইন হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, নারী–শিশুর অধিকার রক্ষার ক্ষেত্রে গ্রহণীয় নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনার পাশাপাশি জনসাধারণের মধ্যে অধিকার বিষয়ক আইনি সচেতনতা বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়৷ এই কর্মশালায় বক্তব্য রাখেন হাইকোর্টের আইনজীবী সোমনাথ ব্যানার্জী, সিপিডিআরএস–এর রাজ্য কমিটির পক্ষ থেকে গৌরাঙ্গ দেবনাথ ও শ্যামলকুমার মিত্র এবং দুর্গাপুর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক সুচেতা কুণ্ডু, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির দুর্গাপুর শাখার সম্পাদক তানিয়া চ্যাটার্জী প্রমুখ৷ কর্মশালায় উপস্থিত শতাধিক শ্রোতার মধ্যে ছিলেন আইনের বহু ছাত্রছাত্রী, আইনজীবী, সাধারণ নাগরিক ও বিশিষ্টজনেরা৷ কর্মশালায় মানবাধিকার বিষয় একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়৷

(৭০ বর্ষ ৪১ সংখ্যা ১জুন, ২০১৮)