করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ লকডাউনের ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের চা বাগান এলাকার শ্রমিকরা গভীর সংকটগ্রস্ত৷ বিশেষ করে বন্ধ চা বাগান এলাকার শ্রমিকদের অবস্থা আরও খারাপ৷ এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি একদিকে আন্দোলন গড়ে তুলছে, অপরদিকে দুঃস্থ অনাহারক্লিষ্ট শ্রমিকদের ত্রাণ বিতরণে এগিয়ে এসেছে৷ ২০ জুন জলপাইগুড়ি জেলার মাদারীহাট–বীরপাড়া এলাকার ছাত্র–যুবকদের সহযোগিতায় এআইইউটিইউসি এবং এনবিটিপিইইউ–এর উদ্যোগে ব্লকের রামঝোরা চা বাগানের দুঃস্থ শ্রমিকদের ৩১টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়৷ একই সাথে মুজনাই চা বাগানে অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুদের হাতে প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া হয়৷