ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির লাগাতার আন্দোলনের জেরে অবশেষে হোসিয়ারি শিল্পের মেকার মালিকরা ১০ শতাংশ মজুরি বৃদ্ধি করতে বাধ্য হলেন৷ সম্প্রতি দেউলিয়া হীরারাম হাই স্কুলে আহুত হোসিয়ারি শ্রমিকদের এক সভায় এ কথা জানান ইউনিয়নের সভাপতি মধুসূদন বেরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য শ্রম দপ্তর প্রতি বছর দু’বার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলেও এ জেলায় মালিকরা নানা অজুহাতে শ্রমিকদের তা দেয় না৷ ইউনিয়ন দীর্ঘ আন্দোলনের পর অবশেষে শ্রমমন্ত্রীর নির্দেশে সমস্ত মালিক ও শ্রমিক ইউনিয়নগুলির যৌথ সভা আহ্বান করেন রাজ্যের লেবার কমিশনার৷ সেই পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর এলাকার মেকার মালিকরা শ্রমিক ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে ১০ শতাংশ মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছে৷ মজুরি বৃদ্ধি কার্যকর হবে ১ এপ্রিল ২০১৯ থেকে৷ ইউনিয়নের জেলা সম্পাদক নেপাল বাগ বলেন, ওই দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ সভায় ওই মজুরি বৃদ্ধির যৌথ স্বাক্ষরযুক্ত চার্ট শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়৷ সভাপতিত্ব করেন ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক৷ শতাধিক শ্রমিক ওই সভায় যোগ দেন৷