Breaking News

দীঘায় কেন্দ্রীয় সরকারি অফিসে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ

 

ফাইল চিত্র

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিঘা হাওয়া অফিস কর্তৃপক্ষ বেআইনিভাবে কর্মরত সিকিউরিটি গার্ডদের কাজ না দিয়ে নতুন কর্মী নিয়োগ করছে। এ আই ইউ টি ইউ সি অনুমোদিত কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কলকাতার রিজিওনাল লেবার কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। লেবার কমিশনার এই দাবির যৌক্তিকতা স্বীকার করে বিষয়টি মেটানোর জন্য সব পক্ষকে আলোচনায় ডাকতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, জলপাইগুড়ির ফ্লাড অফিস থেকে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গত চার মাস ধরে আন্দোলন চলছে। চাপে পড়ে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে দাবি মেনে নিতে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কনট্র্যাকচুয়াল কর্মীদের চাকরির স্থায়িত্বের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৫ সংখ্যা_১০ সেপ্টেম্বর, ২০২০)