দিল্লি মেট্রো রেলের ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে এবং ছাত্রদের জন্য কনসেশন চালু করার দাবিতে অল ইন্ডিয়া ডি এস ও–র দিল্লি রাজ্য কমিটির উদ্যোগে ২০ ফেব্রুয়ারি মেট্রো ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের ছাত্র–মহিলা–যুবক এবং শ্রমজীবী মানুষ এই বিক্ষোভে সামিল হন৷ এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে এআইএমএসএস, এআইডিওয়াইও এবং এআইইউটিইউসি প্রতিনিধিরাও যোগ দেন৷
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা প্রশান্ত কুমার, মহিলা নেত্রী রিতু কৌশিক, যুব নেতা প্রভাস যাদব, শ্রমিক নেতা ম্যানেজার চৌরাসিয়া প্রমুখ৷ সভাপতিত্ব করেন ডি এস ও–র রাজ্য সম্পাদক কমরেড শ্রেয়া সিংহ৷ ডি এস ও–র রাজ্য সহ সভাপতি কমরেড রাহুল সরকারের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল দিল্লি মেট্রোর ম্যানেজিং ডিরেক্টরের উদ্দেশে এক স্মারকলিপি পেশ করে৷