দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের সক্রিয় কর্মী, সমর্থক এবং আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের চিকিৎসা পরিষেবা দিতে ১৬ ডিসেম্বর সার্ভিস ডক্টর্স ফোরামের (এসডিএফ) এক দল চিকিৎসক দিল্লিতে পৌঁছেছেন। সংগঠনের কোষাধ্যক্ষ ডাঃ স্বপন বিশ্বাসের নেতৃত্বে সহকারী সম্পাদক ডাঃ কল্যাণব্রত ঘোষ সহ অন্যান্যরা রয়েছেন এই মহতী কাজে। এই আন্দোলন যত দিন চলবে এসডিএফ মেডিকেল ক্যাম্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রবল শৈত্যপ্রবাহের ফলে আন্দোলনরত মানুষ শয়ে শয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের পরিচালিত ক্যাম্পে প্রতিদিন প্রায় ৩৫০ জনকে (বেসক্যাম্প ও মোবাইল টিম মিলিয়ে) চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও সুগার টেস্ট করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২ ডিসেম্বর থেকে ডাঃ অংশুমান মিত্রের নেতৃত্বে মেডিকেল সার্ভিস সেন্টার চিকিৎসা শিবির চালিয়ে যাচ্ছে।