৩০ মার্চ দিল্লির গালিব ইনস্টিটিউট হলে সিপিডিআরএস-এর উদ্যোগে জাতীয় মানবাধিকার কনভেনশন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা, কেরালা, কর্ণাটক সহ ২০টি রাজ্যের দুই শতাধিক মানবাধিকার কর্মী প্রতিনিধি অধিবেশনে উপস্থিত ছিলেন। সর্বভারতীয় স্তরে এ ধরনের মানবাধিকার কনভেনশন এই প্রথম হল।
কনভেনশনে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের পূর্বতন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ। প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের পূর্বতন বিচারপতি এ কে পট্টনায়ক। এ ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও লেখক অনিল নৌরিয়া, সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা এবং মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা ডি এন রথ প্রমুখ।
কনভেনশনে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কাজকর্মের বিরুদ্ধে সরব হন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক ভূমিকা সম্পর্কেও কড়া সমালোচনা করা হয়। প্রাক্তন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ মানবাধিকার ও বিচারব্যবস্থার সংকট নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ বর্তমান বিজেপি সরকারের আমলে রাষ্ট্রীয় মদতে কী ভাবে মানবাধিকার হরণের ঘটনা ঘটছে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অন্য বক্তারাও তাঁদের বক্তব্যে মানবাধিকার হরণের মূল কারণগুলি ব্যাখা করেন।
দেশব্যাপী মানবাধিকার আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে একটি কমিটি গঠিত হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়ককে সর্বভারতীয় সভাপতি এবং অধ্যাপক কে শ্রীধরকে সাধারণ সম্পাদক, অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথকে সহ সাধারণ সম্পাদক, এম এন শ্রীরামকে কোষাধ্যক্ষ এবং রেশমা সিং-কে অফিস সম্পাদক নির্বাচিত করে সিপিডিআরএস সর্বভারতীয় কমিটি গঠন করা হয়।