১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিচালনায় তীব্র ধিক্কার জানায় ডিএসও৷ সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক ১৬ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শিক্ষাসহ জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘুরিয়ে দিতে, জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিভেদকামী মানসিকতার উস্কানি দিতে এনআরসি ও সিএএ চালুর পরিকল্পনা করেছে৷
এর বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বর্বর আক্রমণ এমনকি গুলি চালিয়েছে পুলিশ৷ সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে এ দিন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়৷ কলকাতায় কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ বিপ্লব চন্দ্র, ডাঃ শুভঙ্কর চ্যাটার্জী, রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম ও রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক৷ কলেজ স্ট্রিট মোড়ে দীর্ঘক্ষণ অবরোধ চলে৷