২ অক্টোবর দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রের বিজেপি সরকারের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন (এ আই কে কে এম এস)–এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর ঘোষ ওই দিন এক বিবৃতিতে বলেন –
জীবন যন্ত্রণায় জর্জরিত কৃষকেরা গত ৯ দিন ধরে পদযাত্রা করে সরকারের কাছে দাবিপত্র পেশ করার জন্য দিল্লি আসছিলেন৷ উত্তরপ্রদেশ ও দিল্লির সীমান্তে জোর করে এই কৃষক পদযাত্রা আটকে দিয়ে বিজেপি সরকারের পুলিশবাহিনী যেভাবে লাঠি–টিয়ারগ্যাস–জলকামান চালিয়ে কৃষকদের আহত করে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি৷ আন্দোলনকারী এই কৃষকরা দেশের সমস্ত কৃষক সমাজের দাবিই উত্থাপন করেছিলেন৷
এই দমন–পীড়ন প্রমাণ করল বিজেপি সরকার একটা কৃষক বিরোধী সরকার এবং তাদের কাছ থেকে দেশের কৃষক সমাজ লাঠি–গুলি–টিয়ারগ্যাস ছাড়া আর কিছুই আশা করতে পারে না৷ এরা দেশের শিল্প পুঁজিপতিদের ব্যাঙ্ক ঋণমকুব করে দেবে, কিন্তু কৃষকদের ঋণ মকুব করবে না৷ এই সরকার কৃষকদের ফসলের দাম পাওয়ার কোনও ব্যবস্থা করবে না৷ তাই আন্দোলনকে আরও তীব্র করে কেন্দ্রীয় বিজেপি সরকারের হাত থেকে এই দাবি ছিনিয়ে আনার জন্য সমস্ত কৃষক সমাজের কাছে আহ্বান জানাচ্ছি৷
সাথে সাথে ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম, সার–বীজ–ডিজেলের দাম কমানোর জন্য এ আই কে কে এম এস–এর পক্ষ থেকে আমরা বিজেপি সরকারের কাছে দাবি জানাচ্ছি৷ দোষী পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত কৃষকদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি আমরা জানাচ্ছি’৷
(৭১ বর্ষ ১১ সংখ্যা ১২ – ১৮ অক্টোবর, ২০১৮)