সারা দেশেই আশাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন। অথচ সামান্য ভাতা ছাড়া তাঁদের কিছুই জোটে না। এই অবিচারের প্রতিবাদে দিল্লির আশা কর্মীরা ৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেন। সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি, ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, কাজ ভিত্তিতে ইনসেন্টিভ দেওয়া, বর্তমান ইনসেন্টিভ অন্তত চার গুণ বৃদ্ধি ইত্যাদি দাবিতে হাজার হাজার আশাকর্মী দিল্লি আশা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই ধর্মঘটে সামিল হন। ৬ সেপ্টেম্বর ধর্মঘটের দ্বিতীয় দিনে সিভিল লাইনে ধরনায় সামিল হন দিল্লির বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা। তাঁরা বলেন, দাবি না মানলে আশাকর্মীদের আন্দোলনের ঢেউয়ে সরকার ভেসে যাবে।
সম্পাদক ঊষা ঠাকুর, উপদেষ্টা প্রকাশ দেবী, এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক ম্যানেজার চৌরাসিয়া প্রমুখ নেতৃবৃন্দ আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান।