আশা কর্মীদের দিয়ে স্বাস্থ্যকর্মীদের কাজ করানোর অভিযোগ এনে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইডনিয়ন৷ স্মারকলিপিতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে৷ আশা কর্মীদের দিয়ে নির্দিষ্ট কাজের বদলে তাদের কোয়ারান্টিন সেন্টারে কাজ করানো হচ্ছে৷ আশা কর্মীদের রাতেও কাজ করানো হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷
Check Also
আর জি করঃ অভিযুক্তদের বাঁচাতে কেন্দ্র-রাজ্য যোগসাজশ, বিচার না পেলে জনগণ কিন্তু ছাড়বে না
স্তম্ভিত সারা দেশ। এ-ও কি সম্ভব! যে অন্যায়ের শাস্তি চেয়ে সারা রাজ্য, দেশ উত্তাল হয়েছে …