Breaking News

দার্জিলিং-এ সিএমওএইচ ডেপুটেশন আশাকর্মীদের

১৬ জুলাই দার্জিলিং জিটিএ-র অন্তর্গত ৫টি ব্লকের ৫ শতাধিক আশাকর্মী দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে সিএমওএইচ দপ্তরে ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাঁদের ঢুকতে বাধা দেয়। আশাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। শেষে পুলিশ বাধ্য হয় গেট খুলে দিতে। ১০ মিনিটের মধ্যেদেখা না করলে শহর অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দেন আশাকর্মীরা। সিএমওএইচ দেখা করতে বাধ্য হন।

ষষ্ঠ ও সপ্তম মডিউলের ট্রেনিং আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শুরু করা হবে, কোভিডের বকেয়া টাকা দ্রুত দেওয়া হবে, কোভিড আক্রান্ত সকলকে ইনসিওরেন্স দেওয়া হবে, এরিয়ারের টাকা যাতে পাওয়া যায় সেটা দেখা হবে– এই চারটি দাবি তিনি মেনে নেন।

রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুনের নেতৃত্বে ৯ জনের প্রতিনিধি দল সিএমওএইচ-এর সাথে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন সুখিয়া ব্লক থেকে ওম রাই, মিরিক ব্লক থেকে দিলু গুরুং, আর আর ব্লক থেকে নিশা তামাং, বিজনবাড়ি ব্লক থেকে রিনা ছেত্রী বিন্ডিকা প্রধান ও কার্শিয়াং-এর প্রতিনিধি এবং জেলা ইনচার্জ নমিতা চক্রবর্তী। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন এবং এআইইউটিইউসি-র জেলা ইনচার্জ জয় লোধ।

গণদাবী ৭৩ বর্ষ ৪০ সংখ্যা