ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ধারাবাহিক আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তর দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। ২০১৪ থেকে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবসরপ্রাপ্ত সকল কর্মী-সহায়িকাদের অবসরকালীন ভাতা দেওয়ার বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে।
১৯ ফেব্রুয়ারি ইউনিয়নের উদ্যোগে পাঁচ হাজারের বেশি কর্মীর বিক্ষোভের জেরে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউনিয়নের আরও দাবি কর্মরত অস্থায়ী মৃত কর্মীর উত্তরাধিকারীকে তিন লক্ষ টাকা বেতন, পি এফ পেনশন দিতে হবে। কর্মী থেকে সুপারভাইজার পদে উন্নীতকরণের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ করার বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে বলে জানানো হয়েছে। এদিন রানি রাসমণি রোডে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের সম্পাদক ইসমত আরা খাতুন, এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস প্রমুখ। বিভাগীয় মন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করেন ইউনিয়নের রাজ্য সম্পাদক মাধবী পণ্ডিত এবং রাজ্যপালের কাছে দাবিপত্র দেন জলি চ্যাটার্জী।