২৮ জুলাই মুর্শিদাবাদ জেলার জলঙ্গী, ইসলামপুর, দৌলতাবাদ প্রভৃতি এলাকায় সিপিডিআরএস-এর পক্ষ থেকে জেল হেফাজতে স্ট্যান স্বামীর বিনা বিচারে মৃত্যুর উপযুক্ত বিচার, স্বাস্থ্যবিধি মেনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা, করোনা মোকাবিলায় গণটিকাকরণ, ইউএপিএ, আফস্পা ইত্যাদি দানবীয় কালা আইন বাতিল, ঘুরপথে এনআরসি-সিএএ চালু করার অপচেষ্টা বাতিল ইত্যাদি দাবিতে ২৮ জুলাই জেলা দাবি দিবস পালন করা হয় সিপিডিআরএসের পক্ষ থেকে। সিপিডিআরএস-এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনিক স্তরে স্মারকলিপি দেওয়া হয় ও বিক্ষোভ দেখানো হয়। বহরমপুরে জেলাশাসকের অফিসের বিপরীতে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক দেবাশীষ চক্রবর্তী, মেহেবুব আলম, লতিফ সরকার ও সুধেন্দু হাজরা প্রমুখ।