আন্দোলন মানুষকে দৃঢ়তা দেয়, ইজ্জতের সন্ধান দেয়। কথাটা জানা ছিল। এই জানা কথাটাই মূর্ত রূপ নিয়ে দেখা দিল দিল্লির সীমান্ত সিংঘুতে। না হলে ভাঙা পা নিয়েও ১৮ দিন খোলা মাঠে বসে আছেন প্রৌঢ়া কিষাণ রমণী! কিসের জোরে? মিছিল করার অপরাধে বিজেপি সরকারের পুলিশ লাঠির বাড়ি মেরে তাঁর পা ভেঙে দিয়েছে। ঘরে ফিরে যাওয়া দূরে থাক– দৃঢ়তার সাথে তিনি জানিয়ে দিয়েছেন, জিতে তবে ফিরব।
মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসা শিবির চলছে সেখানে। ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিচ্ছেন সকলের। এক জুনিয়র চিকিৎসক প্রশ্ন করেছিলেন ৭৫ বছরের অজিত কৌরকে – ‘‘মা, আপনি পড়ে গিয়ে চোট পেয়েছেন। ফিরে যাওয়ার কথা ভাবছেন নাকি?” যেন গর্জে উঠলেন বৃদ্ধা। হাতের লাঠি মাটিতে ঠুকে তাঁর ঘোষণা– ‘‘দাবি আদায় না করে কেউ আমাকে ঘরে ফেরাতে পারবে না”।