দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আশাকর্মীদের

উলুবেড়িয়া-২ ব্লকের আশাকর্মীদের উদ্যোগে একটি সভা। ১ সেপ্টেম্বর

আশাকর্মীরা প্রসূতি মা ও শিশুর পরিষেবা দেওয়ার সাথে করোনার নানা ধরনের ডিউটি, খেলা, মেলা, ভোট, আবাস যোজনা, দুয়ারে সরকার এবং যে কোনও সার্ভের কাজ দ্রুত তুলে দেওয়া প্রভৃতি অসংখ্য কাজ দীর্ঘ দিন ধরে করে যাচ্ছেন। অথচ সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তাঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। ভাগে ভাগে টাকা, তার হিসেব ঠিকমতো না পাওয়া, মোবাইল নেই, রিচার্জের টাকা ঠিকমতো দেওয়া হয় না। করোনা কালে সরকারের ঘোষিত ১৫ হাজার টাকা, করোনা পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ধরনের বরাদ্দ টাকা, করোনা আক্রান্ত হলে ঘোষিত এক লক্ষ টাকা, বিভিন্ন আইটেমের টাকা কিছু না কিছু বাকি থেকেই চলেছে। এমনকি একটা ইউনিফর্ম পর্যন্ত দু’বছর যাবত দেওয়া হয়নি। না পাওয়ার তালিকা এত দীর্ঘ যে এতে খুব স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে চূড়ান্ত হতাশা এবং ক্ষোভ জমা হচ্ছে। এইসব সমস্যা সমাধানের উদ্দেশ্যে সারা বাংলা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতিটি সাব সেন্টারে এএনএম-এর কাছে, প্রতিটি ব্লকে বিএমওএইচ এবং জেলায় সিএমওএইচ-এর কাছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে ৬ অক্টোবর আশাকর্মীরা কলকাতায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

কর্মসূচিগুলি সফল করতে ১ সেপ্টেম্বর উলুবেড়িয়া-২ ব্লকের আশাকর্মীদের উদ্যোগে একটি সভা হয়। সভাপতিত্ব করেন ব্লকের সম্পাদিকা সুমতি নস্কর। বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য শাহানা সুলতানা ও মধুমিতা মুখার্জী। উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য কমিটির সদস্য নিখিল বেরা। পরের দিন ২ সেপ্টেম্বর একই উদ্দেশ্যে পাঁচলা ব্লকের আশা কর্মীদের নিয়ে সভা হয়।