Breaking News

‘দলের নেতা-কর্মীদের দ্রুত মুক্তি দিন’ মুখ্যমন্ত্রীকে রাজ্য সম্পাদকের চিঠি

মাননীয় মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া

মহাশয়া,

স্ট্যান স্বামীর প্রয়াণ যেভাবে ঘটেছে যা প্রাতিষ্ঠানিক হত্যার সামিল তাতে গোটা দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সাথে আমরা তীব্র প্রতিবাদ করেছি। এত প্রবীণ একজন সমাজসেবী যিনি জেলের মধ্যে বারবার অসুস্থ হয়ে পড়ে সরকারের কাছে চিকিৎসার জন্য অর্ন্তবর্তী জামিনের আবেদন করেছিলেন। ‘অসুস্থতার সুনির্দ্দিষ্ট প্রমাণ নেই’ এই কথা বলে কেন্দ্রীয় সরকার তাতে কর্ণপাত করেনি। কত নির্দয় ও হৃদয়হীন হলে তবে সরকার এটা করতে পারে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি, এলগার পরিষদ কেসে ইউএপিএ ধারায় অন্য সমস্ত বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, সিপিএম পরিচালিত সরকারের সময় বহু রাজনৈতিক কর্মীকে মিথ্যা মামলায় এইভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ক্ষমতায় এলে আপনি তাঁদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনাকে স্মরণ করাই, আমাদের দলের সংগঠক হরিসাধন মালি (৯৬) অসুস্থ হয়ে বারবার রাজ্য সরকারের কাছে মুক্তির আবেদন করেছিলেন। তাঁকে মুক্তি দেওয়া হয়নি। তাঁর সর্বশেষ আবেদন ছিল, তাঁকে জীবনের শেষ কয়েকটা দিন অন্তত পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হোক। গত ফেব্রুয়ারি মাসে তাঁকে কারাগারেই মৃত্যুবরণ করতে হয়েছিল। আমাদের দলের আরও কয়েকজন সংগঠক এখনও জেলের মধ্যে আছেন যাঁদের ১৪ বছরের বেশি বন্দিজীবন অতিবাহিত হয়েছে এবং যাঁরা অসুস্থ। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর আপনাকে আমরা ২০১১-র পূর্বের প্রতিশ্রুতিকে স্মরণ করিয়ে এমন বন্দিদের দ্রুত মুক্তির দাবি করছি।

ধন্যবাদান্তে

চণ্ডীদাস ভট্টাচার্য

সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

৭ জুলাই, ২০২১

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা