Breaking News

দক্ষিণ ২৪ পরগণায় নতুন রেল লাইনের দাবিতে এস ইউ সি আই (সি)–র ডি আর এম ডেপুটেশন

 

২ জানুয়ারি এস ইউ সি আই (সি) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির তরফ থেকে শিয়ালদহ ডি আর এম দপ্তরে দাবিপত্র পেশ করা হয়৷ শিয়ালদহ সাউথ সেকশনের নামখানা, ডায়মন্ডহারবার, ক্যানিং শাখায় ট্রেন বাড়ানো, প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি, যাত্রীদের সুযোগ–সুবিধা বাড়ানো এবং জয়নগর মজিলপুর থেকে রায়দীঘি, মৈপীঠ, লক্ষ্মীকান্তপুর থেকে পাথরপ্রতিমা, ক্যানিং থেকে ঝড়খালি ও গদখালি, তালদি থেকে ভোজেরহাট হয়ে শিয়ালদহ পর্যন্ত নতুন ট্রেন চালু করা প্রভৃতি দাবিতে ছিল এই কর্মসূচি৷ নিউ গড়িয়াকে টার্মিনাল স্টেশন হিসাবে ব্যবহার করে নামখানা, ডায়মন্ডহারবার ও ক্যানিং শাখায় নতুন ট্রেন চালানো প্রভৃতি দাবিও জানানো হয়৷

ডি আর এম বলেন, নিউ গড়িয়ার ডিজাইন তাদের ভুল হয়েছিল৷ তা সংশোধন করে নতুন ট্রেন চালানো যাবে কি না আগামী ২ সপ্তাহের মধ্যে জানাবেন৷ ১৬টা স্টেশনের ৩২টা প্ল্যাটফর্ম উঁচু করার কাজ ২০১৯–এর মধ্যে করে দেওয়ার আশ্বাস দেন তিনি৷

নতুন রেললাইন পাতার বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবেন৷ ডেপুটেশনে নেতৃত্ব দেনপ্রাক্তন বিধায়ক ও দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণকান্তি নস্কর, রাজ্য কমিটির সদস্য কমরেড অজয় সাহা সহ কমরেডস অম্লান সরকার, নারায়ণ নস্কর, গৌতম মণ্ডল, প্রবীর চক্রবর্তী, বলরাম কয়াল প্রমুখ৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৩ সংখ্যা)