১২ থেকে ১৭ ডিসেম্বর রায়দিঘির গোলপার্কে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধরনা হয়েছে। প্রতিদিন বিভিন্ন গণসংগঠন, ফোরাম ও স্বেচ্ছাসেবী সংগঠন অবস্থানরত কৃষকদের এবং দিল্লির কৃষক আন্দোলনেরপ্রতি সংহতি জানিয়েছেন। বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি, অ্যাবেকা, গ্রামীণ ডাক্তারদের সংগঠন পিএমপিএআই, এআইডিওয়াইও, এআইএমএসএস, লিগ্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বহু সাধারণ মানুষ মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এই ধরনা রায়দিঘি এলাকায় বেশ প্রভাব ফেলেছে। দোকানদার, হকার ও সাধারণ মানুষ মঞ্চের অবস্থানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্র্রহণ করছেন। শেষ দিনে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ নস্কর। জয়নগর ২নং ব্লকের প্রিয়র মোড়, জয়নগর ১নং ব্লকের ঢোসা হাট, ক্যানিং মহকুমার ভোজের হাটে ধরনা অনুষ্ঠিত হয়।