মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার ছয়ঘরি হাজামপাড়া গ্রামের সঞ্জিলা খাতুনকে ১০ ডিসেম্বর মাঝরাতে দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে। পিতৃহীন, অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে ইসলামপুর কলেজের ছাত্রী সঞ্জিলা ও তার ভাইবোনেরা অন্যদের সহযোগিতায় পড়াশুনা করত।
এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে মহিলারা ১৩ ডিসেম্বর দৌলতাবাদ থানার অফিসার ইনচার্জকে ডেপুটেশন দেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে অফিসার ইনচার্জ আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।
পরে মৃতার পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমিতির সম্পাদক খাদিজা বানু এবং অন্যান্য নেতৃবৃন্দ। সমাজের সর্বত্র যেভাবে মহিলাদের নিরাপত্তা আক্রান্ত হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। শিক্ষক আকবর আলী, আবুল কালাম, আমিনা খাতুন সহ সমিতির নির্যাতিতা নারীরাও উপস্থিত ছিলেন।