ত্রিপুরায় শিক্ষকদের উপর বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা

২৩ সেপ্টেম্বর ত্রিপুরায় আন্দোলনকারী শিক্ষকদের উপর বর্বর হামলা চালাল সেখানকার বিজেপি সরকারের পুলিশ।

২০০৯ সালে আইনের বিধি অগ্রাহ্য করে ১০ হাজার ৩২৩ জন শিক্ষক নিয়োগ করেছিল তৎকালীন সিপিএম সরকার। পরে এ নিয়ে মামলা হয় এবং আদালতের রায়ে ২০২০ সালে ওই শিক্ষকদের কাজ চলে যায়। ২০১৮-তে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএম– উভয় দলই এঁদের বিকল্প চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ রাজ্যে বিজেপি ক্ষমতায় বসার আড়াই বছর পার হতে চললেও এঁদের় কাজের কোনও ব্যবস্থা হয়নি। এই পরিস্থিতিতে চাকরির দাবিতে শিক্ষকরা ২৩ সেপ্টেম্বর মহাকরণ অভিযান করলে পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে তাঁদের উপর বর্বর হামলা চালায়। এমনকি জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করে। বহু আন্দোলনকারী শিক্ষক সেদিন গুরুতর আহত হন। বিজেপি সরকারের এই বর্বর ও অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা করেছে এস ইউ সি আই (সি)-র ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি এবং অবিলম্বে এফআইআর তুলে নিয়ে বিকল্প চাকরির ব্যবস্থার দাবি জানিয়েছে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৭ সংখ্যা_২৮ সেপ্টেম্বর, ২০২০)