৭–১৭ নভেম্বর মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সংগঠনী কমিটির পক্ষ থেকে পথসভা, ছবি প্রদর্শনী, বুক স্টল, ব্যাজ পরিধান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়৷ আগরতলার বটতলাতে পথসভা ও পথচলতি জনগণের মধ্যে ব্যাজ পরিধান করা হয়৷ ৮–৯ নভেম্বর আগরতলার ইন্দ্রনগরে এবং গোতমী জেলার উদয়পুর, মাতাবাড়িতে বুক স্টল করা হয়৷
১১ নভেম্বর দক্ষিণ বাঁধারঘাট এর হঠাৎ বাজারে, ১২ নভেম্বর চন্দ্রপুরে, ১৩ নভেম্বর মিলনচক্র বাজারে ১৪ নভেম্বর এম বি টিলা বাজারে পথসভা করা হয়৷ বক্তা ছিলেন রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক, সদস্য কমরেডস সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী প্রমুখ৷ পথসভাগুলিতে বক্তারা তুলে ধরেন পুঁজিবাদ ও সমাজতন্ত্র– এই দুই ব্যবস্থার পার্থক্য৷ দেখান, পুঁজিবাদ সৃষ্ট সমস্যাগুলি কেন সমাজতন্ত্র ছাড়া সমাধান করা সম্ভব নয়৷ ১৫ নভেম্বর আগরতলা সিটি সেন্টারের সামনে ছবি প্রদর্শনী করা হয়৷
১৬ নভেম্বর হাঁপানিয়া বাজারে পথসভা করা হয়৷ সভাশেষে কর্মীরা যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ বিজেপির ১৫–২০ জন দুষ্কৃতী এসে তাঁদের আক্রমণ করে৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়৷
রাজ্য সাংগঠনী কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ফ্যাসিস্ট নীতির প্রতিবাদে গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷