ত্রিপুরায় গোমতী কো–পারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন ৭ জানুয়ারি থেকে বিভিন্ন প্রকারের প্যাকেটজাত দুধের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে৷ বৃদ্ধির হার সর্বোচ্চ প্রায় ৩০ শতাংশ৷ ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই ডেয়ারি অনেকবার দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বৃদ্ধি করলেও এবারের বৃদ্ধি অতীতের রেকর্ড ছাপিয়ে গেছে৷ শহর ও শহরতলির সাধারণ মানুষ গরুর দুধের অভাবে ডেয়ারির দুধ দিয়েই তাঁদের চাহিদা পূরণ করেন৷ এমনিতেই অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস৷ এই অবস্থায় ডেয়ারির সকল প্রকার দুধের দাম বৃদ্ধি ঘটায় কর–দর–মূল্যবৃদ্ধি জর্জরিত সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপলো৷ দুধের এই দাম বৃদ্ধির ফলে দুগ্ধজাত অন্যান্য জিনিসের দামও বাড়বে৷ গো–পালকদের যে সব সমস্যা দেখিয়ে গোমতী কর্তৃপক্ষ দুধের দাম বৃদ্ধি করেছে সে বিষয়গুলি রাজ্য সরকারেরও দেখার বিষয়৷ তাদের সমস্যাগুলি বিজেপি শাসিত রাজ্য সরকার সমাধান না করে দুধের দাম বৃদ্ধির দিকে ঠেলে দিল৷ এস ইউ সি আই (সি) রাজ্য সাংগঠনিক কমিটি গোমতী কো–পারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টরের নিকট স্মারকলিপি দিয়ে দাবি করেছে ডায়েরির দুধের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, দুগ্ধজাত অন্যান্য সামগ্রীর দামও বৃদ্ধি করা চলবে না৷ স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক, কমরেডস সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী, শিবানী ভৌমিক৷