আগরতলার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে গত ৯ জুন অনুষ্ঠিত হল এআইকেকেএমএস-এর প্রথম ত্রিপুরা রাজ্য সম্মেলন। তিনটি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শহিদ বেদিতে মাল্যদান ও দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহিদ স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। প্রস্তাব পাঠের পর প্রতিনিধিরা তা নিয়ে আলোচনা করেন। প্রধান বক্তা, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-র ত্রিপুরা রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক। সম্মেলন থেকে কমরেড বিভুলাল দে-কে সভাপতি ও কমরেড সুব্রত চক্রবর্তীকে সম্পাদক করে ১৪ সদস্যের রাজ্য সাংগঠনিক কমিটি গঠিত হয়।