Breaking News

ত্রিপুরায় জিবিপি হাসপাতালেপরিষেবা উন্নত করার দাবি

ত্রিপুরায় বিজেপিশাসিত একমাত্র রেফারেল হাসপাতাল জিবিপি-র পরিষেবা ও চিকিৎসাব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মুমূর্ষূ রোগীদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এখানে পর্যাপ্ত পরিকাঠামোর চূড়ান্ত অভাব। ওয়ার্ডগুলিতে দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় না থাকায় চিকিৎসা পান না সাধারণ মানুষ। প্রয়োজনভিত্তিক জীবনদায়ী ওষুধও হাসপাতাল থেকে দেওয়া হয় না। পরীক্ষা- নিরীক্ষার ক্ষেত্রেও চরম অব্যবস্থা। জরুরি চিকিৎসা বিভাগও সব সময় সক্রিয় থাকে না। বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা ছাড়াও পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা অপর্যাপ্ত। শৌচাগারগুলিতে জলের ব্যবস্থা অপ্রতুল, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না। ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা হারিয়ে উন্নত চিকিৎসার জন্য বাইরের রাজ্যে ছুটতে বাধ্য হন।

এই অব্যবস্থাগুলি দূর করার দাবিতে এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে ১৫ মে জিবিপি হাসপাতালের সুপারকে স্মারকপত্র দেওয়া হয়। নেতৃত্ব দেন কমরেড সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।