এআইডিএসও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি বন্যাকবলিত মানুষদের সাহায্যার্থে মেদিনীপুর শহরে ত্রাণ সংগ্রহে নেমেছে।
সবং ব্লকের খড়িকা গ্রামে কমিউনিটি কিচেন করে ৭০০ জনকে খাদ্য সরবরাহ করা হয়।
২২ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বন্যা দুর্গত পটাশপুর থানার ১০ নম্বর ব্রজলালপুর অঞ্চলের তারট, বনমালীচক, দক্ষিণ রাউতারা, পাহাড়পুর, ইড়দা, পাহাড়পুর, গোয়ালদা, গাবডাঙ্গর সহ সংলগ্ন গ্রামের শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে।
ফি মকুবের দাবিঃ বন্যাকবলিত এলাকায় সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যসামগ্রী প্রদান করতে হবে এবং ছাত্রছাত্রীদের সমস্ত প্রকার ফি মকুবের দাবিতে ২৩ সেপ্টেম্বর এআইডিএসও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয়।