মানবাধিকার সংগঠন সিপিডিআরএস দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে ২২ জুন ইয়াস কবলিত কুলতলীর ভাসা এলাকায় প্রায় ১৭০ জন দুর্গত মানুষের হাতে ত্রাণ দেওয়া হয়। জেলা কমিটির সভাপতি ও ভূগোলবিদ ডঃ কানাইলাল দাসের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম বিধ্বস্ত নদীবাঁধ ঘুরে দেখেন।
সমবেত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় ঘটে। আর সুন্দরবনের মানুষের জীবনজীবিকা ধ্বংস হয়। সরকারগুলির চরম উদাসীনতা ও নিষ্ঠুরতার ফলে মানুষের বাঁচার অধিকার আজ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এ জিনিস চলতে পারে না। সিপিডিআরএস মনে করে নদী বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের নিয়ে সুন্দরবনের সংরক্ষণ, নদীবাঁধ স্থায়ীভাবে নির্মাণ ও জনগণের জীবন জীবিকা রক্ষা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে।