মহামিছিলের খবর নিয়ে প্রকাশিত গণদাবী বিক্রির সময় কলকাতার বেলেঘাটায় এক ভদ্রলোক কাগজটি হাতে নিয়েই আমাকে নমস্কার করলেন। ওঁকে বললাম, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, এইভাবে নমস্কার করবেন না। বললেন– আপনাকে না, আপনার আদর্শটাকে নমস্কার করলাম।
১২ জানুয়ারি বেলেঘাটা মনীষী স্মরণ কমিটি আয়োজিত বিবেকানন্দ ও সূর্য সেনের স্মরণ অনুষ্ঠান। কমিটির অন্যতম সদস্য একজনকে বক্তা ঠিক করেন। অনুষ্ঠানের সময় এসে দেখি উনি তো অন্য একটি বামপন্থী দলের সাথে যুক্ত, সেই দলের একটি গণফ্রন্টের রাজ্য কমিটির সদস্য! আমাদের অনুষ্ঠানের পর উনি আর এক অনুষ্ঠানে যান। পরদিন সেই বক্তা আমাকে ফোন করেন। বলেন, দুই জায়গায় অনুষ্ঠানের পার্থক্য আমি দেখলাম। তোমাদের কথা শুনতাম, আজ প্রমাণ পেলাম। আমি তোমাদের সাথেই কাজ করতে চাই।
একজন দোকানদারকে মিছিলে যাওয়ার জন্য বলেছিলাম। বলেছিলেন, চেষ্টা করবেন। মিছিলের পর়ে একদিন আমি তাঁকে বললাম, গেলে দেখতেন, খুব ভাল জমায়েত হয়েছিল। তখন উনি জমায়েতের শুরু থেকে কী কী হয়েছে আমাকে বলতে থাকলেন। (জনৈক কর্মীর অভিজ্ঞতা)