কিশোর সংগঠন কমসোমলের উদ্যোগে ২৮-৩০ জুলাই তিনদিনের রাজ্যভিত্তিক শিক্ষা-সাংস্কৃতিক শিবির আসামের তেজপুরে কেপিএম স্কুলে অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৫২ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। প্যারেড, শরীর চর্চা, খেলা-ধূলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিবিরে শেষদিনের আলোচনা সভায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস কিশোর কিশোরীদের উন্নত দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
এই উপলক্ষ্যে এক শোভাযাত্রা হয়। নবজাগরণ আন্দোলনের মনীষী লক্ষ্মীনাথ বেজবরুয়া, পদ্মনাথ গোহাঁই বরুয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেমচন্দ্র গোস্বামী, নজরুল ইসলাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও শহিদ কনকলতা বরুয়ার প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিপ্লবী জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পৈতৃক বাড়ি ‘জ্যোতি ভারতী’ পর্যন্ত যায়। সেখানে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার প্রতিমূর্তিতে মাল্যদান করা হয়। কিশোর-কিশোরীদের এই উদ্যোগ শহরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।