Breaking News

তৃতীয় পার্টি কংগ্রেসের প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন

এস ইউ সি আই (সি)–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ২–৩ নভেম্বর কলকাতার মহাজাতি সদনে৷ সম্মেলনে রাজ্যের সমস্ত জেলা থেকে  মোট ৭৯৮ জন প্রতিনিধি ও ৮৫ জন অবজার্ভার উপস্থিত ছিলেন৷ কেন্দ্রীয় কমিটি প্রেরিত পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, হরিয়ানা রাজ্য সম্পাদক কমরেড সত্যবান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ, আসাম রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস এবং আসাম রাজ্য কমিটির সদস্য কমরেড সুরতজামান মণ্ডল৷ সম্মেলন পরিচালনার জন্য কমরেড ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়কে সভাপতি এবং কমরেড সদানন্দ বাগল, কমরেড চিররঞ্জন চক্রবর্তীকে সদস্য করে সভাপতিমণ্ডলী গঠিত হয়৷ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির উপর পেশ করা দলিলের নানা দিক নিয়ে প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন৷ তাঁদের দেওয়া সংশোধনী ও সংযোজনীগুলি গৃহীত হয়৷ ২১–২৫ নভেম্বর ঘাটশিলায় অনুষ্ঠিতব্য তৃতীয় পার্টি কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গ থেকে ২৯৮ জন প্রতিনিধি ও ৬১ জন অবজার্ভারকে সম্মেলন নির্বাচিত করে৷ সম্মেলন থেকে কমরেড চণ্ডীদাস ভাট্টাচার্যকে সম্পাদক করে ৬৫ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়৷ সম্মেলন শেষে অনুষ্ঠিত নতুন রাজ্য কমিটির সভায় ১৮ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়৷ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌমেন বসু তাঁর ভাষণে এবারের পার্টি কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে গুরু দায়িত্বের যোগ্য হয়ে ওঠার জন্য সংগ্রাম তীব্র করতে প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যের সকল নেতা–কর্মীকে আহ্বান জানান৷

          নবনির্বাচিত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

১. কমরেড প্রশান্ত ঘটক

২. কমরেড অচিন্ত্য সিনহা

৩. কমরেড স্বপন ঘোষাল

৪. কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য (সম্পাদক)

৫. কমরেড অমিতাভ চ্যাটার্জী

৬. কমরেড অশোক সামন্ত

৭. কমরেড শঙ্কর ঘোষ

৮. কমরেড সুভাষ দাশগুপ্ত

৯. কমরেড গোপাল বসু

১০. কমরেড সঞ্জিত বিশ্বাস

১১. কমরেড রবি বোস (অফিস সম্পাদক)

১২. কমরেড প্রবোধ পুরকাইত

১৩. কমরেড ধ্রুবজ্যোতি মুখার্জী

১৪. কমরেড তপন ভৌমিক

১৫. কমরেড জয়কৃষ্ণ হালদার

১৬. কমরেড প্রফুল্ল মণ্ডল

১৭. কমরেড অজয় সাহা

১৮.কমরেড মাদার আলি নস্কর

১৯. কমরেড তরুণ নস্কর

২০. কমরেড নন্দ কুণ্ডু

২১. কমরেড সান্টু গুপ্ত

২২. কমরেড সুজাতা ব্যানার্জী

২৩. কমরেড খোদাবক্স

২৪. কমরেড পঞ্চানন প্রধান

২৫. কমরেড দিলীপ ভট্টাচার্য

২৬. কমরেড কার্তিক সাহা

২৭. কমরেড মৃণাল দত্ত

২৮. কমরেড দিলীপ মাইতি

২৯. কমরেড তপন সামন্ত

৩০. কমরেড নন্দ পাত্র

৩১. কমরেড অনুরূপা দাস

৩২. কমরেড জীবন দাস

৩৩. কমরেড অমল মাইতি

 

৩৪. কমরেড নারায়ণ অধিকারী

৩৫. কমরেড কমল সাঁই

৩৬. কমরেড সাধন রায়

৩৭. কমরেড মদন ঘটক

৩৮. কমরেড রতন কর্মকার

৩৯. কমরেড সুন্দর চ্যাটার্জী

৪০. কমরেড দেবাশিস রায়

৪১. কমরেড এ এল গুপ্তা

৪২. কমরেড শিশির সরকার

৪৩. কমরেড গৌতম ভট্টাচার্য

৪৪. কমরেড সৌমিত্র ব্যানার্জী

৪৫. কমরেড গোপাল বিশ্বাস

৪৬. কমরেড অশোক দাস

৪৭. কমরেড সুব্রত গৌড়ী

৪৮. কমরেড নভেন্দু পাল

৪৯. কমরেড তরুণ মণ্ডল

৫০. কমরেড সৌরভ মুখার্জী

৫১. কমরেড প্রতিভা নায়ক

৫২. কমরেড রূপম চৌধুরী

৫৩. কমরেড পাবর্তী পাল

৫৪. কমরেড শিলাজিৎ সান্যাল

৫৫. কমরেড গোরা গুপ্ত (কোষাধ্যক্ষ)

৫৬. কমরেড কিষান প্রধান

৫৭. কমরেড পরিমল সেন

৫৮. কমরেড জয়দেব পাল

৫৯. কমরেড অনিরুদ্ধ হালদার

৬০. কমরেড মৃদুল দাস

৬১. কমরেড মহীউদ্দিন মান্নান

৬২. কমরেড বদরুদ্দোজা

৬৩. কমরেড জৈমিনি বর্মন

৬৪. কমরেড অজয় চ্যাটার্জী

৬৫. কমরেড বিশ্বনাথ পাড়িয়া

 

নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী

১. কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য

২. কমরেড অমিতাভ চ্যাটার্জী

৩. কমরেড অশোক সামন্ত

৪. কমরেড স্বপন ঘোষাল

৫. কমরেড শঙ্কর ঘোষ

৬. কমরেড সুভাষ দাশগুপ্ত

৭. কমরেড অমল মাইতি

৮. কমরেড সুজাতা ব্যানার্জী

৯. কমরেড সান্টু গুপ্ত

 

১০. কমরেড অনুরূপা দাস

১১. কমরেড সুব্রত গৌড়ী

১২. কমরেড নভেন্দু পাল

১৩. কমরেড পঞ্চানন প্রধান

১৪.কমরেড সৌরভ মুখার্জী

১৫. কমরেড তরুণ নস্কর

১৬. কমরেড তরুণ মণ্ডল

১৭. কমরেড নন্দ কুণ্ডু

১৮. কমরেড কমল সাঁই

 

(৭১ বর্ষ ১৩ সংখ্যা ৯ – ১৫ নভেম্বর, ২০১৮)