জয়নগরে ১৩ ডিসেম্বর এক খুনের ঘটনা প্রসঙ্গে জয়নগরের প্রাক্তন বিধায়ক এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যপক তরুণ নস্কর বলেন, ‘‘পেট্রোল পাম্পের কাছে যে খুনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক৷ তৃণমূলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটল৷ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জয়নগরে সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক ছিল৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলকে যেভাবে রাস্তায় একের পর এক খুনের রাজনীতিতে নামিয়ে এনেছে, তাতে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে৷ এর আগেও খুনের ঘটনা ঘটেছে৷ প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি৷ কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা চলছেই৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি৷’’
থানায় স্মারকলিপি : ১৭ ডিসেম্বর কমরেডস তরুণ নস্কর, সুজাতা ব্যানার্জী, গোবিন্দ হালদার প্রমুখের এক প্রতিনিধি দল জয়নগর থানায় ডেপুটেশন দিয়ে খুনিদের শাস্তির ও এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি জানান৷