তীব্র নিন্দায় এসইউসিআই(সি)

২৯মে কলকাতায় রাজভবনে তুলুম বিক্ষোভ


দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের পুলিশ ২৮ মে যে নৃশংস বর্বরতায় যন্তরমন্তরে অবস্থানরত সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়া সহ পদকজয়ী কুস্তিগিরদের উপর হামলা চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে এবং ভোরবেলায় দিল্লির এস ইউ সি আই (সি) দফতরে আচমকা হানা দিয়ে এই আন্দোলনের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত মহিলা সংগঠন এআইএমএসএস-এর রাজ্য সম্পাদক ঋতু কৌশিক, এস ইউ সি আই (সি)-র হরিয়ানা রাজ্য কমিটির সদস্য রাজেন্দর সিং এবং এআইকেকেএমএস-এর হরিয়ানা রাজ্য সম্পাদক জয়করণকে গ্রেফতার করেছে, এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ওইদিন এক বিবৃতিতে তার তীব্র নিন্দা করেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে যন্তরমন্তরে মহিলা কুস্তিগিররা যে অবস্থান চালিয়ে যাচ্ছেন, তার প্রতি সংহতি জানাতে সংসদ ভবনের সামনে ২৮ মে একটি মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই কর্মসূচি বানচাল করার লক্ষ্যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পুলিশের এই হামলা ও গ্রেফতারি নৃশংস স্বৈরাচারের নামান্তর।
তিনি বলেন, আমরা অবিলম্বে গ্রেফতার হওয়া ক্রীড়াবিদ ও এসইউসিআই(সি) সহ অন্য সংগঠনগুলির নেতা-কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। বিজেপি সরকারের এই দমনমূলক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের দল, তার শ্রেণি সংগঠন ও গণসংগঠনগুলি দেশ জুড়ে যে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছে, দেশের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।