কৃষক বিরোধী কৃষি আইন বাতিল, দিল্লি সহ দেশজুড়ে চলা কৃষক আন্দোলনের সমর্থনে তামিলনাড়ুর থানজাভুরে অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকে বিশাল কৃষক সমাবেশ সংগঠিত হয় ২৯ ডিসেম্বর। বিজেপির জোট সঙ্গী এআইএডিএমকে পরিচালিত রাজ্য সরকারের পুলিশ ২০ হাজারের বেশি কৃষককে সমাবেশ স্থলের উদ্দেশে রওনা হতেই বাধা দেয়। মিছিলের অনুমতিও বাতিল করে দেয় তারা। বাধা কাটিয়ে যে সমস্ত কৃষক সভাস্থলে আগেই রওনা হয়েছিলেন তাঁদেরও অনেককে সমাবেশস্থলের কয়েক কিলোমিটার আগে পুলিশ আটকে দেয়।
এত কিছুর পরেও ১০ হাজারের বেশি কৃষক সমাবেশে উপস্থিত হন। এআইকেএসসিসি রাজ্য কো-অর্ডিনেটর কমরেড কে বালাকৃষ্ণ এবং এআই কেকেএমএস-এর সর্বভারতীয় সহসভাপতি কমরেড রেঙ্গাস্বামী (ছবি) বক্তব্য রাখেন।