Breaking News

তমলুকে যুব সম্মেলন

এআইডিওয়াইও-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার প্রথম যুব সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর তমলুক বার অ্যাসোসিয়েশন হলে। অভয়ার ন্যায়বিচার, সকল কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান, সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে, অপসংস্কৃতি-অশ্লীলতা-সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবং বাজকুল-নন্দীগ্রাম ট্রেন লাইন দ্রুত চালুর দাবিতে দেড়শতাধিক যুবকের মিছিল তমলুক শহর পরিক্রমা করে সম্মেলনস্থলে পৌঁছয়।

প্রারম্ভিক বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি। বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর এবং রাজ্য সম্পাদক মলয় পাল। বক্তারা মূল্যবৃদ্ধি, বেকারি, চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, যুবকদের নীতি-নৈতিকতা মূল্যবোধ ধ্বংস করতে সরকারি উদ্যোগে মদ ও মাদকদ্রব্যের ব্যাপক প্রসার ঘটানোর বিরুদ্ধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মঞ্জুশ্রী মাইতিকে সভাপতি, আশিস দোলাইকে সম্পাদক করে ২৭ জনের জেলা কমিটি এবং ২৯ জনের জেলা কাউন্সিল গঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য স্নেহলতা সাউ।