পূর্ব মেদিনীপুরের তমলুকের চিয়ারা গ্রামের নবম শ্রেণির ছাত্রী বনশ্রী ঘোড়ই ৩০ মে দুপুর থেকে নিখোঁজ হয়ে যায়৷ ২ জুন খড়ি বনে তার অর্ধনগ্ন পচনশীল দেহ দেখতে পান গ্রামবাসীরা৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ৷ অপরাধীদের নাম জানানো সত্ত্বেও পুলিশ তাদের না ধরায় ৪ জুন বুড়ারী বাজারে স্থানীয় মানুষ পথ অবরোধ করেন৷ মহিলারাও রাস্তায় বসে পড়ে তীব্র বিক্ষোভ দেখান৷
৫ জুন এসইউসিআই (সি)–র নেতৃত্বে শতাধিক ছাত্র–যুব–মহিলা বিক্ষোভ মিছিল করে এসপি অফিসে ডেপুটেশন দেন এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান৷ কাপাসবেড়িয়ার গৃহবধু সুমিত্রা বেরার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়৷ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কমরেড অনুরূপা দাস৷
(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)